Teeth pain, দাঁতের ব্যথা, দাঁতের ব্যথা কেন হয় , how to teeth pain, learn and learning,

দাঁতে ব্যথা 
    আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল দাঁতে ব্যথা।
 দাঁতে ব্যথা কেন হয়,
     দাঁতের ব্যথা কোন একটি নির্দিষ্ট কারণে হয় না। তবে সাধারণত যেসব কারণে দাঁতের ব্যথা হতে দেখা যায় সেগুলি হল নিম্নরূপ,
   1, দাঁতে ক্যাপিটিস বা দাঁতে পোকা লেগে গেলে দাঁতে ব্যথা যন্ত্রণা হতে দেখা যায়।
2, দাঁতে যদি পাইরিয়া লেগে যায় এবং সেই দাঁত যদি মরে যায় তাহলে দাঁতে ব্যথা যন্ত্রণা হতে দেখা যায়।
3, দাঁতের সাইড কেটে গেলে এবং এনামেল ,ডেন্টিস্ট , পাল চেম্বার ওপেন হয়ে গেলে সেই দাঁতে ব্যথা যন্ত্রণা হয়।
4, দাঁত তুলে দেওয়ার পরে ওই জায়গা বা তার আশপাশে তাতেও ব্যথা যন্ত্রণা হতে পারে।
5, দাঁত ভেঙে গেলে সেই দাঁতের গোড়ায় ব্যথা যন্ত্রণা হতে দেখা যায়।
6, দাঁতে আরসিটি করার পরেও দাঁতে ব্যথা যন্ত্রণা হতে দেখা যায়।
7, দাঁত পুডিং করার পরেও সেই দাঁতে ব্যথা যন্ত্রণা হতে দেখা যায়।
   দাঁতের ব্যথা যন্ত্রণা থেকে কি করে উপশম পাওয়া যায়,
    দাঁতে পোকা লেগে গেলে সেই দাঁত এক্সরে করে নিয়ে তার ট্রিটমেন্ট করতে হবে। পাইরিয়া হয়ে গেলে ডাক্তারের পরামর্শ নিয়েই চলতে হবে এবং মেডিসিন খেতে হবে। দাঁতে পুটিং করার সময় ভালভাবে দেখে নিতে হবে যে দাঁতের ভিতরে যে পাল চেম্বার থাকে তা যেন ওপেন না হয়ে যায়। দাঁত তোলার পরে ভালো করে দেখে নিতে হবে যে দাঁতের মাথা ভেঙে থেকে না যায়।
  এইসব কারণগুলোর জন্যই দাঁতে ব্যথা হতে থাকে এবং তার পরিপ্রেক্ষিতে এই সমস্ত ট্রিটমেন্টগুলোর নিলেই দাঁত ভালো রাখা যেতে পারে। এবং এই নিয়ম মেনে চললে দাঁত ব্যাথা করবে না । দাঁত ভালো থাকবে ।
সব শেষে বলবো, খাওয়ার পর ভালো করে মুখ ধুয়ে ফেলুন, তা না হলে দাঁত ব্রাশ করুন ।  খাওয়ার পর মুখে কোন ময়লা না থাকে ।  তাহলে দাঁত পুকায় খেতে পারে । এবং এই কারণে আমাদের দাঁত যন্ত্রণা করে থাকে ।
                             Learn and learning
                                          Lal

Post a Comment

0 Comments