মানুষের কিছু বাস্তব কথা ।
বাস্তব জীবনের অনুপ্রেরণা মূলক গল্প ।
হৃদয়ছোঁয়া বাস্তব জীবনের অনুপ্রেরণা মূলক গল্প ।


বাস্তব জীবনে অনুপ্রেরণা মূলক কিছু কথা বা গল্প ?



বাস্তব জীবনের অনুপ্রেরণা মূলক কথা গুলো হলো , মানুষের নিজস্ব কিছু ইচ্ছে আছে । মানুষের চাওয়া পাওয়ার কোন শেষ নেই , মানুষ সৃষ্টিকর্তার সেরা জীব ।


অনুপ্রেরণামূলক কথাটি হলো ,,,,,
সাধারণত মানুষ নিজের বাড়িতে থাকতে পছন্দ করে । ও নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক , নিজের বাড়ির মত শান্তি , কোন রাজপ্রাসাদেও পাওয়া যায় না ।


জীবনে কারো ক্ষতি করার আগে একবার ভেবে নিও আজ আপনি যার ক্ষতি করছেন , কোন একদিন আপনার , এর চেয়ে বেশি ক্ষতি হতে পারে ।




বাস্তব জীবনের আরো কিছু অনুপ্রেরণা মূলক কথা ? 



বাস্তব জীবনের অনুপ্রেরণা মূলক কথা গুলো হলো , সৎ পথে কাটা বেশি , অসৎ পথে বন্ধু বেশি । টাকা দিয়ে ঘড়ি কেনা যায় , কিন্তু সময় নয় , সময় কেনা যায় না । টাকা দিয়ে বই কেনা যায় , কিন্তু টাকা দিয়ে বিদ্যা কেনা যায় না ।  টাকা দিয়ে রক্ত কেনা যায় , কিন্তু  জীবন  নয় । টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায় কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয় ।


সবার উপর রাগ করতে নেই , তার উপর রাগ করা যায় , যে তোমার রাগের মূল্যটা বোঝে ।

তুমি কান্না করছো এত লজ্জার কিছু নাই , যে কান্না করতে জানে , সে অনেক বেশি ভালবাসতে জানে ।



বাস্তব জীবনের আরও একটা  অনুপ্রেরণামূলক সত্য কথা । দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও , কারন মানুষ সবার শেষে তোমার যোগ্যতা দিয়েই তোমাকে বিচার করবে ।




অনুপ্রেরণামূলক আরো একটি গল্প একটি পাঠ ,

কেউ যদি তোমাকে সংশোধন হওয়ার জন্য কিছু বলে , তাহলে তুমি অপমানিত বোধ করো না । যদি তুমি অপমানিত বোধ করো , বা উল্টোপাল্টা কোন কাজ করো , এমন কিছু যেটা বাকি সবার পছন্দ না ,   তবে অবশ্যই তা অহংকার ।





অনুপ্রেরণামূলক গল্পের আরো একটি বাস্তব ঘটনা ,

মানুষের জীবনের বাস্তব গল্প টি হলো ,
এই দুনিয়ায় মানুষ  সস্তা , তার থেকেও বেশি সস্তা মানুষের পরামর্শ , ।

এই দুনিয়ায় সবচেয়ে বেশি সস্তা পরামর্শ ! মানুষের জীবনে এই পরামর্শ এতটাই সস্তা যে ,একজনের কাছে চাইলে 20 জন পরামর্শ দিয়ে চলে যায় ।

আর মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস হল সাহায্য । যা 20 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে সাহায্য পাবে । তবুও সেই একজন দশবার ভেবে তবে সাহায্য করতে এগিয়ে আসে । এটাই মনুষ্য সমাজের সবচেয়ে মূল্যবান সম্পদ ।



মানুষের জীবনের আরো একটি বাস্তব চিত্র ।


সম্পত্তি দেখে সম্পর্ক
আর
সৌন্দর্য দেখে ভালোবাসা !
কখনোই চিরস্থায়ী হয় না !


যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় , তা কখনো সম্পর্ক ছিল না । সেটা প্রেম হোক বা বন্ধুত্ব ! যেকোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস ।

কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে খোঁচা দিওনা । পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীত টাকে ভুলিয়ে দাও ।

কোন ভাল কাজের জন্য মিথ্যা কথা বলাটা দোষের নয়।
যে কোন  মানুষকে সম্মান দেওয়া এবং ক্ষমা করে দেওয়া তোমার দুর্বলতা না হয় , তাহলে তুমি অনেক শক্তিশালী একজন ব্যক্তি ।


বাস্তব জীবনের আরও একটি সত্য কথা যেটা মানুষকে চুপ করিয়ে রাখে ।



বাস্তব জীবনে মানুষকে তখনই চুপ করিয়ে রাখে , যখন  বলার অনেক কিছু থাকে কিন্তু বলতে পারা যায় না । মানুষ দুটোর সময়  বেশি চুপ করে থাকে ,1--যখন তার কথা বলার কিছু থাকেনা এবং
2--- যখন অনেক কথা বলার থাকে কিন্তু সেটা বলতে পারেনা ।


মানুষের জীবনে সবথেকে বেশি যে জিনিসটার প্রয়োজন তা হলো ধৈর্য । খুব ভালো সময় ও ধৈর্যের প্রয়োজন , এবং খুব খারাপ সময় ও ধৈর্যের প্রয়োজন । মানুষের জীবনে ধৈর্য হারানো হলো সর্বনাশের কারণ ।





আরো একটি হৃদয় ছোঁয়া অনুপ্রেরণা মূলক কথাটি হলো ।





ভাগ্য বলে কিছু নেই , যা আছে তাই হলো  কর্মে । মানুষ যেটা করে সেটা হল তার কর্মের ফল । যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে ।



মানুষের জীবনের আরেকটি হৃদয়ছোঁয়া  বাস্তব কথাটি হলো !

হৃদয়ছোঁয়া কথাটি হল চোখ পৃথিবীর সব কিছু দেখতে পাই , কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢুকে সেটা দেখতে পায় না ।

এমন একটা হৃদয় ছোঁয়া কথা যেটা মানুষের চরিত্রে নিয়ে । ঠিক একই ভাবেই মানুষের চরিত্র অনুমান করা যায় । একটা মানুষ অন্য সব রকম দোষ দেখতে পায় , অন্য একটি মানুষের চরিত্রে । কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না , নিজের চরিত্রে ।

হৃদয় ছোঁয়া আরো একটু ব্যস্ত কথা রাগ কমাতে শিখুন , কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায় , নষ্ট হয়ে যায় ।

বাস্তব সত্য কথাটা হল জীবনে কাউকে পাওয়ার পর , যদি আরো ভাল কাউকে পাওয়ার আশা করো । তাহলে একদিন দেখবে , জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো ।



সর্বশেষ একটি হৃদয় ছোঁয়া কথা ।


জীবনের একটি গল্প লিখতে বসলাম । একে একে দুঃখ গুলো সব লিখে শেষ করলাম । এবং সবশেষে দুঃখগুলো লেখা শেষ । কিন্তু যখনি সুখের গল্প লিখতে যাবো , ঠিক তখনই কলমের কালি শেষ ।

এটাই হলো মানুষের বাস্তব জীবন ।

মানুষ হয়ে জন্মেছো ঠিক আছে , কিন্তু প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক । কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপদজনক ।

মানুষ কে যতোই উপকার করোনা কেনো , মানুষ সে উপকার ভুলে যাবে !
তুমি অনেক মানুষ কে , অনেক উপকার করলে ! কিন্তু ভুল করে কাউকে যদি একটু ক্ষতি করো , তাহলে সে ভুল সারা জীবন মনে রাখবে । এটাই মানুষের মনসত্য বোধ ।

সময় লাগে না ভুল করতে , সময় লেগে সেই ভুল সোধরাতে ।




হৃদয় ছুঁয়ে যাওয়া প্রতিবেশীর সত্য গল্প টি



হৃদয় ছুঁয়ে যাওয়া প্রতিবেশীর সত্য কথাটা হল , বাড়ির পাশের লোক মনে প্রতিবেশী নয় । প্রতিবেশী মানে শোনে কম বোঝে বেশি ।

প্রতিবেশী বলতে যেটা বোঝায় , যা শোনে বা বোঝে তার থেকেও রটায় বেশি , এর নাম প্রতিবেশী ।


সব শেষে মানুষ হয়ে, মানুষের কাছে একটাই দাবি , সমস্ত NGO বা সরকারকে বলছি । আমাদের মনে হয় , সমস্ত বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসাথে করে দেওয়া উচিত ।

তাহলে অনাথ গুলো বাবা মা পাবে , আর বৃদ্ধরা সন্তান পাবে !



সমাজের কিছু সংখ্যক অসৎ মানুষ

সমাজের কিছু সংখ্যক অসৎ মানুষ আছে , তাঁরা অন্য কাউকে সৎ মনে করে না । সবাইকে নিজের মত অসৎ মনে করে । এরকম লোকের থেকে দূরে থাকাই ভালো এমন মানুষ দের থেকে দুরত্ব বজায় রাখুন ।


আজকের পর্ব এই  পর্যন্ত । মানুষের বাস্তব ঘটনা করে তুলে ধরেছি আপনাদের সামনে । গল্পটি ভাল লাগলে লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন ।

মানব জীবনের বাস্তব গল্প পেতে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ।


to real life story
real life story india
/
real life story books
/
real life stories for students
/
real life stories - youtube
/
inspiring true life stories
/
real life story movies
/
true life love stories
/
real life story in english
real life inspirational stories of success
/
real life inspiring stories that touched heart
/
real life motivational stories in hindi
/
real life inspirational stories pdf
/
inspirational moral stories for adults
/
inspirational real life stories indian /

real life inspirational stories of famous personalities /

short story about life of a student