প্রধান মন্ত্রী জাতির উদ্দেশ্যে গতকাল যে ভাষণ দিয়েছেন তা নিয়ে যারা খিল্লি করছেন এই পোস্ট তাদের জন্য লিখলাম। অনুরোধ করবো এই সংকটজনক মুহুর্তে এই ব্যাপারে খিল্লি না করে একটু অন্য ভাবে চিন্তা করার জন্য। কারন এই সংকটজনক পরিস্থিতি কেটে গেলে প্রধান মন্ত্রীকে সমালোচনা করার অঢেল সময় পাওয়া যাবে। মোদি তাঁর বক্তব্যে কোথাও বলেননি করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য মোমবাতি জ্বালাতে হবে বা ঘরের সব আলো নিভিয়ে দিতে হবে। এই লকডাউন পিরিয়ড অনেকেরই মনে চরম হতাশা আর বিরক্তির সঞ্চার করছে। সামাজিক দুরত্ব পালন করতে গিয়ে হয়তো নিজেদের মধ্যে মানসিক দুরত্ব বেড়ে যাচ্ছে। ভীষণ একা হয়ে পড়ছে মানুষ। এমন একটা পরিস্থিতিতে ঐক্যবদ্ধ ভারতের প্রতীক হিসাবে সবাই ৫ই এপ্রিল রাত ৯টার সময় বাড়ির ছাদ, ব্যালকনি বা দরজায় দাঁড়িযে যদি প্রধান মন্ত্রীর অনুরোধে ৯ মিনিটের জন্য মোমবাতি জ্বালিয়ে ও বাড়ির সব আলো নিভিয়ে দিয়ে পালন করি তো অসুবিধা কি আছে? দেখবেন মনে একটা অনুভূতি আসবে, সামাজিক দুরত্ব বজায় রেখে মানসিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে এই যুদ্ধ আমরা জিতবই। আর সকল কাজের যদি বিজ্ঞানসম্মত ব্যাখা খুঁজতে গেলে মনে রাখবেন, অতীতে কোনো কারণে যখন মোমবাতি হাতে মৌন মিছিল করেছিলেন তার কোনো বিজ্ঞান সম্মত ব্যাখা আছেতো আপনার কাছে? আর যাদের এই মোমবাতি জ্বালাতে এত সমস্যা যারা সব কাজ বাদ দিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছেন মোমবাতি জ্বালানো নিয়ে তারা কি সমস্ত কাজ বিজ্ঞান মেনে করেন? আরে মশাই অতো ভাববেন না, সব ব্যাপারে বিজ্ঞান খুঁজবেন না। কিছু কিছু কাজ করলে মানসিক শান্তি হয়। আর এই মানসিক শান্তি মানুষকে আরো কিছুদিন লকডাউন এ থাকতে সাহায্য করবে।