ইতালির ধনী মানুষেরা তাদের সম্পদ রাস্তায় ফেলে দিয়ে বলছে,এগুলো আমাদের দুঃসময়ে কাজে আসেনি,আমরা আমাদের প্রিয়জনকে বাঁচাতে পারিনি, আমরা আমাদের সন্তানদের বাঁচাতে পারিনি,এখন আর এই সম্পদ দিয়ে আমাদের কি লাভ??

যারা মানবতার চেয়ে টাকাকে বেশি প্রিয় মনে করে তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত ।

বাংলাদেশের মানুষ এখনো সময় আছে গরিবদের জন্যে খরচ করুন,আমাদের জন্যে এমন সময় যেন না আসে যে,
আপনার টাকাগুলো ব্যাংকে বা আপনার কাছে থেকে গেল কিন্তু তা ভোগ করার জন্যে আর কেউ রইলো না!