বিবেক বুদ্ধিহীন
মানুষ আমরা আ,বিবেক হীন আমাদের রুচি আর চিন্তা ভাবনা 👏ছোট দুটি মানুষ একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে একে অপরকে সঙ্গী করে সারা জীবন বেঁচে থাকার শপথ করেছে এতে আপনাদের এত প্রবলেম কোথায় ? বয়স কম বলে তাদের পিক নিয়ে ট্রোল করছেন বিভিন্ন গ্রুপে পেইজে কমেন্ট করে বিভিন্ন মন্তব্য করে ভাসিয়ে দিচ্ছেন লজ্জা করা উচিত আপনাদের এটলিস্ট।নিজেরা তো নিজের ফ্যামিলির কাছে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কে নিয়ে দাঁড়াতে পারেন না 🙂 জানেন বাংলাদেশ ৬০ পার্সেন্ট ছেলেরা গার্লফ্রেন্ডের দায়িত্ব (বিয়ে করে বউ) নিতে চায় না গার্লফ্রেন্ড রা বয়ফ্রেন্ড এর কথা বাসায় বলতে পারে না কারণ সে নিজের পায়ে এখনো দাঁড়ায়নি সে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত না এর জন্য ব্রেকআপ হয়।তারা হারামকে হালাল এ রুপান্তর করেছে জাঁকজমকভাবেই বিয়ে হয়েছে তাদের ফ্যামিলির সম্মতি আছে বলেই হয়তো।তাহলে আপনাদের প্রবলেম কোথায় আপনারা কেন দুটি মানুষকে ছোট করছেন হয়তো তাদের ফ্যামিলি আশেপাশের মানুষ এগুলো দেখলে বা তারা নিজেরাও এগুলো দেখলে তাদের সংসার শুরু হওয়ার সাথে মানুষের কাছে হাসির পাত্র পাত্রী হয়ে থাকবে আজ তারা যদি একে অপরকে খেয়ে ছেড়ে দিত ওটা ভালো ছিল? এরা কিন্তু নিব্বা নিব্বি না ওরা ভালোবাসার বিজয়ী পারলে দোয়া করেন না পারলে এটলিস্ট ছোট কইরেন না মানুষের কাছে 🙂
0 Comments