প্রথম_প্রেম_যা_শিখায় । বা প্রথম ভালোবাসা যে গুলো শেখায় ।
হয়তো প্রেম এর বিষয়ে অনেকর অনেক রকম অভিজ্ঞতা আছে । প্রেম গুরুদেব দের বলছি কোথাও কোন ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন । তাহলে আজকে বলতে চলেছি প্রথম প্রেম কি কি শেখায় ।
1 - প্রথম প্রেম ,, সবার প্রথমে ভালোবাসতে,, শিখায় ।
2- প্রথম প্রেম ,,স্বপ্ন,, দেখতে শিখায় । স্বপ্নের মধ্যে ডুবে যেতে শেখায় । স্বপ্নে ভেসে বেড়াতে শেখায় ।
3- প্রথম প্রেম ,,সাহস,, বাড়ায় । মনের থেকে সব দূরে সরিয়ে দেয় ।
4- প্রথম প্রেম ,,সঞ্চয়,, করতে শিখায় , অযোথা খরচ করতে শেখায় না ।
5- প্রথম প্রেম ,,চুরি,, করতে শিখায়
6- প্রথম প্রেম মোবাইলের কল/মেসেজ ,,ডিলিট,, করতে শিখায় ।
7- প্রথম প্রেম মোবাইল ,,সাইলেন্ট,, রাখা শিখায় ।
8- প্রথম প্রেম ,,অতিদ্রুত,, মেসেজ টাইপ করা শিখায় ।
9- প্রথম প্রেম ,,নিচু স্বরে,, কথা বলতে শিখায় ।
10- প্রথম প্রেম কারণ ছাড়াই ,,মুচকি হাসি,, দিতে শিখায়
11- প্রথম প্রেম ,,রাত জাগতে,, শিখায়
12- প্রথম প্রেম ,,ছটফট,, করতে শিখায়
13- প্রথম প্রেম স্কুল,কলেজে নিয়মিত ,,উপস্থিত,, থাকতে শিখায় ।
14 - প্রথম প্রেম ,,চিঠি,, লিখতে শিখায় ।
15 - প্রথম প্রেম ,,ফাঁকিবাজি,, শিখায় ।
16 - প্রথম প্রেম শুক্রবার কে ,,বিরক্তির,, বানায় ।
17- প্রথম প্রেম বুঝায় ,,অভ্যাস,, কি জিনিস!
18 - প্রথম প্রেম বুঝায় ,,দূরে,, থাকার যন্ত্রনা!
19- প্রথম প্রেম বুঝায় ,,ধরা,, খাওয়ার শাস্তি কতো কঠিন!
20 - প্রথম প্রেম বুঝায় ফ্যামিলি কতো ,,কঠিন,, হতে পারে ।
21 - প্রথম প্রেম ,,কাঁদায়!,,
22- প্রথম প্রেম ,,বিশ্বাস,, নষ্ট করে ।
23 - প্রথম প্রেম ভুলতে না পারা ,,স্মৃতি,, রেখে যায়!
প্রথম প্রেম সব গুলো শিখিয়ে দেয়,
কোন কারণ প্রথম প্রেম ভেঙ্গে গেলে পরবর্তী প্রেমগুলো প্রথম প্রেমকে ভুলার জন্য করে।
এখানে কিছু বাঁধ গেলে কমেন্ট করে বলিয়ে, আর দ্বিতীয় প্রেম যারা করে তাদের কাছে প্রেমটা ইতিহাস ।
ভালো লাগলে লাইক
0 Comments