একটি ছেলে ও একটি মেয়ের ভালোবাসার । Love story





অদ্ভুত_ছেলে
 একটি ছেলে ও একটি মেয়ের গল্প , মেয়েটির নাম নীলা ।

নিলা : আচ্ছা আজ তুমি কলেজ গেলা না কোন
আমি : এমনি মনে চায় নাই
নিলা : তাহলে আমাকে সকালে নিয়ে গেলা না কেনো
আমি : নিলা আজ বিকালর ঘুড়তে যাবা
নিলা : না
আমি : কেনো
নিলা : রাগ করছি
আমি : রাগ করছো কেনো
নিলা : আপনার ফোন চেক করেন তো কয়টা কল দিছি

আমি ফোন চেক করে দেখলাম প্রায় ২০ টা কল আর sms

আমি: সরি আচ্ছা চলো না ঘুড়তে যাবো
নিলা : ঠিক আছে

বিকালে আমি আর নিলা নদীর পাড়ে ঘুড়তে গেলাম

আমি : নিলা আমি তোকে একটা কথা বলতে এখানে আসছি
নিলা : কি কথা
আমি : আসলে কিভাবে বলবো বুঝতে পারতেছিনা
নিলা : আরে এতো লজ্জা পাচ্ছো কেনো কিস দেওয়ার সময় তো লজ্জা পাও না
আমি : আসলে আমি তোমায় বিয়ে করতে পারবো না
নিলা : হি হি হি ভালো আমাকে চেতানো  হচ্ছে তাইনা
আমি : আমি কিন্তু সিরিয়াস

নিলা : না তুমি মজা করতেছো
আমি : না নিলা আমি সিরিয়াস

নিলা  কান্না করে বলতেছে তুমি মজা করতেছো আমি বিশ্বাস করি না

আমি :: এই আমি তোমার সাতে মজা করতে যাবো কেনো তুমি আমার টাইম পাস এর বেশি না
নিলা : তুমি কি পাগল হয়ে গেছো নাকি
আমি : না আমি সত্যিই বলতেছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না

নিলা : আমি প্রেগন্যান্ট আর তুমি এখন এমন বলতেছো তাহলো কেনো আমায় মিথ্যা প্রেমে জড়ালে কেনো আমার সাতে এমন বিশ্বাস ঘাতকতা করলা
কেনো আমার মন নিয়ে খেলা করলাম।কি দোস ছিলো আমার

আমি : দেখো আমি এতো কিছু বুঝি না সময় হলে সব বুঝতে পারবা
নিলা : আচ্ছা আমাকে বিয়ে করা তোমায় লাগবে না তবুও প্লিজ আমায় ছেড়ে যেও না আমি সারা জীবন তোমার কাছে থাকতে চাই। প্লিজ আমায় ছেড়ে দিও না আমি তোমায় আমার নিজের জিবনের থেকে ও বেশি ভালোবাসি

আমি : আচ্ছা আমায় ৫ দিন সময় দাও ভাবতে।

আমি নিলার কান্না আর সহ্য করতে পারতেছিলাম না তাই এই সময় চেয়ে নিলাম আর আমি তো বাচবো বোধ হয় ২ দিন তাই ও বুঝতে পারবে

নিলা : ৫ দিন কেনো যদি দিন সময় লাগে তুমি নাও তবুও আমায় ছেড়ে দিও না
আমি : এখন বাসায় চলো সন্ধ্যা হয়ে আসতেছে

আমরা বাসায় চলর আসলাম রাতে খেয়ে আমি ছাদে চলে গেলাম আমাদের ছাদে একটা দোলনা আছে আমি দোনলায় বসে আছি
তখন আমার আম্মু আসলো

আমি : আম্মু তুমি
আম্মু : আচ্ছা বাবা তোর কি হইছে
আমি : কই কিছু হয় নাই তো
আম্মু : তোর চোখে মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে কেনো
আমি : আম্মু কিছু হয় নাই
আম্মু : তাহলে এতো মন খারাপ করে থাকিস কেনো
আমি : এমনি আম্মু কয়েক দিন ধরে আমার ভালো লাগছে না

আম্মু চলে গেলো আমি অনেক রাত পর্যন্ত ছাদে রইলাম
তারপরে নিচে চলে গেলাম রুমে রুমে যাবার আগে নিলা কে দেখতে মনে চাচ্ছে তাই আমি নিলার রুমে যাই
নিলা ঘুমিয়ে পড়ছে ওর বালিশের কিছু অংশ ভেজা  নিশ্চই ও কান্না করে ঘুমাইছে আমি আজ ওকে অনেক কষ্ট দিছি যদি ওকে ওই মিথ্যা না বলতাম।তাহলে ও হয়তো এই কষ্ট টা সহ্য করতে পারতো না তাই আমি ওকে আগে থেকেই  কষ্ট দিয়ে সরিয়ে দিচ্ছি

আমি ওর কপালে আলতো করে চুমো দিয়ে আমি আমার রুমে চলে আশি
আমি ঘুমানোর চেষ্টা করতেছি কিন্তু ঘুম আসতেছেনা
তবুও শুয়ে পড়লাম কখন যে ঘুমিয়ে পড়ছি জানিনা ঘুম থেকে উঠে দেখি নিলা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে

আমি : এই তুমি এখানে কেনো
নিলা : তোমার কথা অনেক মনে পড়লো ( কান্না করতে করতে )
আমি : তো আমার কাছে কেনো
নিলা : আমি আজ বাড়িতে যাবো
আমি : হুম তো যাও
নিলা : আমাকে একটু শক্ত করো জড়িয়ে ধরবে

আমি ওর কথা মেনে নিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম ও আমার বুকে মাথা রেখে কান্না করতেছে কিছুক্ষন পড়ে আমি ওকে ছেড়ে দিলাম ও কান্না করতে করতে রুমে চলে গেলো  আমি সাওয়ার নিতে গেলাম আমি অনেকক্ষন সাওয়ার নিলাম বাইরে এসে দেখি নিলা চলে গেছে
আমি আর কি করবো চলে গেলাম আমার আম্মুর কবেরের কাছে

চলবে,,,,,,,,,, ( আচ্ছা গল্পটায় কি  আকাশ কে মেরে দিবো নাকি )

Post a Comment

0 Comments