একটা শিক্ষা নিয়ে গল্প । Learn story


গতকাল সকালে বাজারে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে,
পাশেই ছিল মুরগীর দোকান।
মুরগীর খাঁচার দিকে তাকাতেই একটা বিষয় হঠাৎ নজরে আসল,
একটি সাদা মোরগ পাশের সকল মুরগীকে ঠোকরাচ্ছে নিজের কর্তৃত্ব ফলানোর জন্য।
অথচ দুটো বিষয় তার সামনে,
এক. তাকে নিয়ে আসা হয়েছে জবেহ করার জন্য এবং তা যে কোন মুহুর্তে ঘটতে পারে,
দুই. তার চোখের সামনেই তার সাথের কাউকে না কাউকে চলে যেতে হচ্ছে এবং তার চোখের সামনেই জবেহ করা হচ্ছে।
.
চিন্তাটা আমাদের নিজের জীবন নিয়ে ভাবলে কেমন দাড়ায় ?
আমরাও একই অবস্থায় পড়ে আছি।
.
আমাদের পূর্বপুরুষ সকলকে চলে যেতে হয়েছে এবং হচ্ছে।
আমরাও অবশ্য অবশ্যই চলে যাবো এবং তা যে কোন মুহুর্তে।
এটা বাস্তব সত্য এবং চরম বাস্তব সত্য হওয়া সত্বেও আমরা এ ব্যাপারে বিন্দুমাত্র চিন্তাশীল না।
বরং ভাবটা এমন, আমরা মারা যাব না, বা মারা গেলেও কোন হিসাব হবে না। মারা যাওয়ার সাথে সাথে সব কিছু শেষ।
আসলেই কি তাই ?
.
হে আল্লাহ্,
আমাদের সঠিক বুঝ দান কর,
সঠিক পথে চলার তাওফীক দান কর।

Post a Comment

0 Comments