স্বামী ও স্ত্রীর মধুর সম্পর্ক , ভালো বাসা , husband and wife love story

আজকে বিষয় স্বামী_স্ত্রী মধুর সম্পর্ক নিয়ে । একটা স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয় । বিয়ের পরে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত ।

বলবো স্বামী স্ত্রীর ঝগড়া করার পর কেমন পরিস্থিতি হয় ।


বিয়ে করার অনেকগুলো বছর পর স্বামী-স্ত্রী মধ্যে প্রচন্ড ঝগড়া হলো । স্বামী-স্ত্রীর ভেতর ঝগড়া হবার পর স্বামী রাগ করে অফিসে চলে গেল।

স্বামী স্ত্রীর ভিতরে বিশ্বাস কতটা ?

দশ মিনিট পরে স্ত্রীর ফোন করে স্বামী কে বললো"আমি চললাম, তোমার সংসার ছেলে-মেয়ে সব ফেলে।যে দিকে দু চোখ যায়।"

স্বামী ঠিক আছে যাও,বলে ফোনটা কেটে দিল। এটা_বিশ্বাস।

দুপুরে লাঞ্চ টাইমে বাসায় এসে দেখে স্ত্রী কোথাও যায়নি বাসাতেই আছে এবং রান্না-বান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে।#এটা_সংসারের_মায়া।😑

এরপর দুজন দুই রুমে মুড অফ করে শুয়ে আছে, কারো কোন কথা নেই।কেউ কাউকে খেতেও ডাকছে না নিজেও খাচ্ছে না। #এটা_অভিমান।😞😞

বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে কোচিং-এ চলে গেল। #এটা_দায়িত্ববোধ।🤔🤔🤔

স্বামী বেচারি প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে পানি ঢালা, তারপর কি ভেবে ফিরে এলো রুমে। ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে খাবে। #এটা_অপেক্ষা।😔

রুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো,
 "তুমি যে কারনে যেতে পারোনি,আমিও সে কারণে খেতে পারিনি।" #এটা_ভালোবাসা। 💝💝

Collected 😍

Post a Comment

0 Comments