Eakta mea o eakti sala golpo . একটি ছেলে ও একটি মেয়ের গল্প

মেয়েঃএই পাগল
ছেলেঃহুমম পাগলী বল
মেয়েঃআমি পাগলী না
ছেলেঃহুম আমি পাগল আর তুমি আমার পাগলী
মেয়েঃ I LOVE YOU
ছেলেঃ I LOVE YOU TOO
মেয়েঃহইছে আর বলতে হবে না।জানি তুমি কতটা ভালোবাসো
আমাকে
ছেলেঃকোনো সন্দেহ আমি তোমাকে ভালোবাসি তাতে
মেয়েঃহুম আছে.........
ছেলেঃকিসের সন্দেহ
মেয়েঃএকদিন আমাকে ভুলে যাবে জানি......।
ছেলেঃহুম আর কি জানো বলো...।
মেয়েঃজানি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে
ছেলেঃআর কি জানো
মেয়েঃআর আমাকে একবারও miss করবা না
ছেলেঃআর......
মেয়েঃএকবারও I LOVE YOU বলার সময়ও পাবে না
ছেলেঃআর......
মেয়েঃআর একটু দেখা ও কথা বলার সময়ও পাবা না
ছেলেঃআর কি বল
মেয়েঃআর হয়তো message বা call দিলে রেগে যাবা
ছেলেঃআর কি জানো
মেয়েঃআমার মনের কথা ভাবার সময়ই পাবা না
ছেলেঃআর কি
মেয়েঃআমার রাগ বোঝার চেষ্টাও করবা না
ছেলেঃহ্যা হ্যা আর কি জানো বল
মেয়েঃনাহ আর বলবো না শুধু বলবো যে এই দিন আসার আগে
যাতে আমার মৃত্যু হয়
ছেলেঃকানের নিচে দুইটা খাবা কত বার বলছি এই কথা না বলতে
পাগলীকে ছাড়া পাগল কি বাচতে পারে বল
মেয়েঃ পারে
ছেলেঃএকটা দিবো
মেয়েঃরাগছো কেনো
ছেলেঃরাগ করিনি কিন্তু ব্যথা পেয়েছি
মেয়েঃদেখি দেখি কই।তুমি যে কি কর উফ বয়ল কোথায় ব্যথা
পাইছো
ছেলেঃএইখানে দেখো
মেয়েঃকোথায় দেখি তো
ছেলেঃ বুকে কান লাগিয়ে দেখো।ভেতরটা ব্যথায় কাঁদছে
মেয়েঃকই দেখি।হাতটা বাড়াও জড়িয়ে ধর শক্ত করে।বুকে মাথা
রাখি
ছেলেঃআসো বুকে আসো।এভাবে থাকতে পারবা
সারাজীবন।
মেয়েঃযদি তুমি জায়গা দাও তাহলে পারবো।।আমি তোমাকে ছাড়া
থাকতে পারবোনা
ছেলেঃআমিও পারবো না গো।তোমাকে ছাড়া আমিও থাকতে
পারবোনা I LOVE YOU JAN?
মেয়েঃI LOVE YOU TOO JAN

colle

Post a Comment

0 Comments