-স্যার মাস্ক মাত্র ২০ টাকা।
-বলো কি, আমাকে তাইলে ৫টা দাও।
- না স্যার, একটার বেশী বেচিনা (সহজ- সরল উক্তি)
ছবির এই মানুষ টিও জীবিকার তাগিদে ব্যাবসা করতেছে। কিন্তু তার এবং অন্যান্য দের মাঝে যেনো রাত-দিনের ফারাক। এতো এতো, স্বার্থপর মানুষ দেখতে দেখতে যখন অতিষ্ঠ হয়ে যাই, তখনই কিছু ভালো মানুষ-ও আছে যাদের কারণে, এখনো ভালোভাবে বাঁচার আশা দেখতে পারি আমরা।
ছবির ছেলেটিকে দেখেছিলাম আজ, গুলশান এর রাস্তায়, বাইকে বসেই দেখেছিলাম এই অসাধারণ মানুষটিকে। সিগন্যাল ছেড়ে দেওয়াতে, তার সাথে কথা বলা বা মাস্ক কেনা কোনোটাই হয়ে উঠেনি। ফেসবুক থেকেই তার ছবি টি পেলাম।
সব থেকে ভালো লাগার ব্যাপার ছিলো, তার ২০ টাকায় মাস্ক বিক্রয় করা, আর একজন কে একটি করেই মাস্ক দেয়া।
করোনাভাইরাস যদি কেউ ঠেকাতে পারে, তাহলে এই মানুষগুলোই পারবে।
ছবিঃ Lubzana Afrin.
-বলো কি, আমাকে তাইলে ৫টা দাও।
- না স্যার, একটার বেশী বেচিনা (সহজ- সরল উক্তি)
ছবির এই মানুষ টিও জীবিকার তাগিদে ব্যাবসা করতেছে। কিন্তু তার এবং অন্যান্য দের মাঝে যেনো রাত-দিনের ফারাক। এতো এতো, স্বার্থপর মানুষ দেখতে দেখতে যখন অতিষ্ঠ হয়ে যাই, তখনই কিছু ভালো মানুষ-ও আছে যাদের কারণে, এখনো ভালোভাবে বাঁচার আশা দেখতে পারি আমরা।
ছবির ছেলেটিকে দেখেছিলাম আজ, গুলশান এর রাস্তায়, বাইকে বসেই দেখেছিলাম এই অসাধারণ মানুষটিকে। সিগন্যাল ছেড়ে দেওয়াতে, তার সাথে কথা বলা বা মাস্ক কেনা কোনোটাই হয়ে উঠেনি। ফেসবুক থেকেই তার ছবি টি পেলাম।
সব থেকে ভালো লাগার ব্যাপার ছিলো, তার ২০ টাকায় মাস্ক বিক্রয় করা, আর একজন কে একটি করেই মাস্ক দেয়া।
করোনাভাইরাস যদি কেউ ঠেকাতে পারে, তাহলে এই মানুষগুলোই পারবে।
ছবিঃ Lubzana Afrin.
0 Comments