বড়োলোক_মেয়ে_গরিব_ছেলে
আজ ৪ দিন কনো কাজ পাই নাই তাই খবার জোগার করতে পারি নাই এখন এতটাই দূর্বল যে উঠতে পারতেছিনা রাস্তায় শুয়ে আছি ,, তখন হটাৎ করে বৃষ্টি শুর হলো আমি রাস্তায় পড়ে আছি সবাই পাশ দিয়ে যাচ্ছে কেও আমায় ধরছে না কারন আমার জামা কাপড় তাদের মতো না ময়লা যুক্ত মানুষকে কেই বা তুলবে আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে আর মনে হয় খুলবে না ছয় মাস আগে ও কতো ভালো ছিলাম
বাবা - মা আমি বড় ভাই আর ভাবি সুখি একটা পরিবার পরিবারে ধস তখন নেমে আসে যখন। আম্মু মারা যায় আব্বু তখন থেকে পাগল আমার আপন বড় ভাই সম্পত্তির লোভে আর ভাবির কথায় আমার আব্বুকে ভুল ওষুধ দিয়ে মেরে ফেলে কিছু দিনের ভিতর ভাইয়া আমায় বাড়ি থেকে বের করে দেয় তখন থেকে রাস্তায় থাকাও খাওয়া বন্ধু আছে অনেক কিন্তু যোগাযোগ নাই ।
আমি অনেকক্ষন পরে চোখ খুললাম দেখলাম আমি কনো ঘরে আছি উঠে দেখি আমি হাসপাতেল আমার হাতে সেলাইন দেওয়া আমার জ্ঞান আসছে তখন দেখি পাশে বোরখা পড়া একটা মেয়ে শুধু চোখ গুলো দেখা যাচ্ছে
মেয়েটা : আপনার এখন কেমন লাগছে
আমি : ভালো কিন্তু কে আপনি
মেয়েটা : আমি নিলা ।। আপনার নাম কি ?
আমি : আকাশ
নিলা : আচ্ছা আপনি রাস্তায় পড়ে ছিলেন কোনো
আমি : ৪ দিন ধরে না খেয়ে থাকলে যা হয় আর কি
নিলা : কি আপনি ৪ দিন কিছু খাননি
আমি : হুম এই কয়দিন কনো কাজ পাইনি তাই
নিলা : আচ্ছা আপনি বসেন আমি আসতেছি
নিলা চলে গেলো আমি শুয়ে পড়লাম কিছুক্ষণ পড়ে নিলা কিছু খাবার নিয়ে আসলো
নিলা : খেয়ে নিন এই গুলো
আমি : আমার কাছে এই গুলো কিনে খাবার মতো টাকা নাই
নিলা : আমি টাকা চাইছি
আমি : আমি কারো দয়া বা ভিক্ষা নেই না
নিলা : আমি কি বলছি এটা ভিক্ষা এখন চুপচাপ খেয়ে নিন আর দরকার হলে সুস্থ হয়ে এর দাম দিয়ে দিবেন
আমি আর কনো কথা বললাম না আমি হাসাপালে দুইদিন ছিলাম আমি নিলার ঠিকানা রেখে দেই আমি সুস্থ হবার পর কাজ করে কিছু কিছু করে টাকা জমাই তিন মাস পড় সেটা শোষ করার জন্য তার বাড়িতে গেলাম
দারোয়ান কে অনেক কষ্টে রাজি করিয়ে ডুকলাম দেখলাম বাগানে একজন চেয়ার নিয়ে বসে আছে
আমি : আসসালামু আলাইকুম
লোকটা : ওলাইকুম আসসালাম কে তুমি আর কাকে চাই
আমি : স্যার আমি নিলা নামে একজনকে খুজতেছি
লোকটা : কি জন্য
আমি : তাকে দরকার ছিলো
লোকটা : তুমি আমায় বলো আমি ওর বাবা
আমি তার কাছে টাকা গুলো দিয়ে বললাম
*এই টাকা গুলো আপনার মেয়ের
তিনি আমায় ৩ মাস আগে হাসাপাতালে চিকিৎসা ও খাবার দিছিলো তাই
তখন সেখানে নিলা আশে বড়ো অদ্ভুত ব্যপার। মেয়েটা বাসায় ও পর্দা করে চলে ওর চোখ গুলোছাড়া কিছুই দেখা যাচ্ছে না
নিলা : আপনি এখানে
আমি : আপনার টাকা গুলো দিতে এলাম
নিলা ও নিলার বাবা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে
নিলা : আমি কি আপনাকে এইগুলো ফেরত দিতে বলছি
আমি : তবুও আমি কারো দান দেই না
নিলা : আচ্ছা আপনি কি পড়ালেখা করেন বা করছেন কখনো
আমি : আমি অনার্স শেষ করছি
নিলা : তাইল কনো চাকরি করেন না কেনো
আমি : আমাকে কে চাকরি দিবে আর চাকরি পেতে হলে অনেক ঘুস দেওয়া লাগে যা আমার কাছে নাই তাই কনো চাকরি পাই না
নিলা : আচ্ছা আপনি কি একাউন্টিং সম্পর্কে জানেন
আমি : হুম
নিলা : আব্বু তাইলে ওকে আমাদের কম্পানির একাউন্টিং মেনেজার করে দাও
*কথাটা মন্দ বলো নাই তাই হোকো
আচ্ছা তুমি কি চাকরি টা করবা (আমাকে বললো)
আমি : জ্বি স্যার
স্যার : আচ্ছা তুমি কাল আমার সাতে দেখা করো
তিনি তার একটা কার্ড দিলো
আর তিনি কিছু টাকা দিলো
আমি : এটা কিসের টাকা
স্যার : এটা তোমার এডভান্স
আমি : ধন্যবাদ স্যার
আমি অনেক খুসি আমি প্রথমে কিছু খেয়ে নিই তারপরে আমি কিছু সপিং করে নেই কাল থেকে অফিসে জয়েন করতে হবে আমি একটা ছোট রুম ভাড়া নেই সেখানে ছোট একটা খাট ছিলো রাতে যখন ঘুমাচ্ছি তখন মা বাবার কথা অনেক মনে পড়তেছিলো
আজ যদি আমার আম্মু আব্বু থাকতো তাহলে কতো খুসি হতো আমি ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে নেই তাপরে ড্রেস টা পড়ে সুন্দর ভাবে অফিসে যাই
আমি : ভিতরে আসবো স্যার
এতো নিলা
নিলা : হুম আশো
আমি : ম্যাম এই যে আমার সার্টিফিকেট গুলো ( আমাকে ভাইয়া যখন বাড়ি থেকে বেড় করে দেয় তখন এই ফাইল টা নিয়ে আসছিলাম তখন থেকে খুব যত্ন সহকারে রেখে দেছি )
নিলা : হুম
নিলা আমার ফাইল গুলো দেখলো
তরপরে তার pa কে দিয়ে আমার ডেস্ক দেখিয়ে দিলো আমি কখনো এই কাজ করি নাই তাই আমি কিছুই বুঝতেছিনা
তখন
* আপনার কি কনো সমস্যা হচ্ছে
আমি : জ্বী আমি প্রথম বার এমন কাজ করতেছি তাই কিছুই বুঝতেছিনা
*শোনেন ওই সব পরে আমি মিম আপনার নাম কি
আমি : আমার নাম আকাশ
মিম : আচ্ছা দেখুন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি
মিম আমাকে বুঝিয়ে দিলো এখন একটু একটু বুঝতে পারতেছি
লান্স টাইম হয়ে গেলো
মিম : চলুন লান্স টাইম এখন
আমি : হুম
মিম : চলেন আমরা একসাতে লান্স করি
আমি : হুম
লান্স শেষ করে আসলাম একজন কলিগ বললো নিলা ম্যম ডাকছে আমায়
আমি : আসতে পারি ম্যম
নিলা : হুম
আমি : ম্যম আমাকে ডাকছিলেন
নিলা : হুম ডেকেছি আপনার কাজ কেমন চলছে
আমি : জ্বী ম্যম ভালো একটু সমস্যা হচ্ছিলো এখন ঠিক আছে
নিলা : আপনাকে কম্পানির পক্ষ থেকে একটা ফ্লাট দেওয়া হবে এই নিন ফ্লাটের চাবি
আমি : ধন্যবাদ ম্যম
নিলা : আপনি এখন বাসায় চলে যান আর কাল থেকে সঠিক সময়ে অফিসে চলে আসবেন
চলবে..... (পরের পর্ব আমার id তে আছে)
0 Comments