"একটি কালো মেয়ের জীবনের সংক্ষিপ্ত গল্প "
গল্পটি কষ্ট করে একবার পড়তে পারেন!

মেয়েটা যখন নবম ক্লাসে পড়ে,তখন একটা ছেলেকে
প্রোপোজ করেছিল! মেয়েটা বর্ণে কালো হওয়ার কারণে
ঐ ছেলেটা তাকে রিজেক্ট করে দেয়!
মেয়েদের বুক ফাঁটে তবু মুখ ফাঁটে না।
কিন্তু মেয়েটির মুখ ফেঁটেছিল বলেই
হয়তো এই লজ্জার স্বীকার হতে হয়েছে!
মেয়েটা কিছুতেই এই বিষয়টা মানতে
পারছিল না।সারারাত কেঁদে কেঁদে বুক
ভাসাতো। সব সময় মন খারাপ করে
থাকতো!
.
মেয়েটা নিজের মধ্যে প্রচুর জেদ
তৈরি করলো!প্রচুর লেখা-পড়া শুরু করলো।
কারণ,তাকে যে অনেক বড় হতে হবে!
কিন্তু বাবা-মা জোর করে বিদেশ ফেরত এক
ছেলের সাথেৎ মেয়েটার বিয়ে ঠিক করতে চাইলো
.

কিন্তু মেয়েটা যে কালো?

.
কেউ এই মেয়েকে বিয়ে করবে না!
তাই,বাবা-মা বিয়েটা ঠিক করলো!
কিন্তু মেয়েটা তার বাবা-মাকে ভয়
দেখালো যে, বিয়ে দিলে সে গলায় দঁড়ি দেবে!
মেয়েটা বললো,সে যেদিন নিজের
পায়ে দাঁড়াবে ঠিক সেদিন-ই বিয়ে করবে!
.

যেই কথা সেই কাজ।জীবন যুদ্ধে নেমে গেল
মেয়েটি!
.

নবম শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি
ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে নিজের
লেখা -পড়ার খরচ
চালাত।বাসা থেকে টাকা চাইতো না।
এস,এস সি পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড
করলো অঁজপাড়া গাঁয়ের একটা স্কুল থেকে!
এরপর মফস্বলের কলেজ থেকে এইচএসসি তেও বোর্ড
স্ট্যান্ড!
.
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন
নিয়ে পড়াশুনা শেষ করে ঐ কালো মেয়েটা এখন
হাইকোর্টের জজ!
মেয়েটার ক'দিন আগেই বিয়ে
হয়েছে!ছেলে একজন ডিসি!
.

যে ছেলেটা ঐ মেয়ের
প্রোপোজ ফিরিয়ে দিয়েছিল সে
এখন গার্মেন্টস' এ চাকরী করে!


মুলকথা:
জীবনে জেদ থাকলে অনেক
উঁচুতে উঠা যায়।
.

সবাই তো সুন্দরীদের পেছনেই
ছুটে!খোদার সৃষ্টি সবই সমান। সাদা-কালো
আপেক্ষিক।
.
নিজের ভেতর প্রচুর জেদ তৈরি করুন।
যেখানে হচট খাবেন, সেখান
থেকেই উঠে দাঁড়ান!
.
জীবনে ঝড় আসবেই। ব্যর্থতা
থাকবেই।জীবনে সবচেয়ে ভালো জায়গায়
যেতে চাইলে জেদ করতে শিখুন।
আপনি আপনাকে ছাড়িয়ে যান।
আপনার সাফল্য নিশ্চিত।

Kālō_mēẏē "ēkaṭi kālō mēẏēra jībanēra saṅkṣipta galpa"galpaṭi kaṣṭa karē ēkabāra paṛatē pārēna!

Mēẏēṭā yakhana nabama klāsē paṛē,takhana ēkaṭā chēlēkē prōpōja karēchila! Mēẏēṭā barṇē kālō ha'ōẏāra kāraṇē ai chēlēṭā tākē rijēkṭa karē dēẏa! Mēẏēdēra buka phām̐ṭē tabu mukha phām̐ṭē nā. Kintu mēẏēṭira mukha phēm̐ṭēchila balē'i haẏatō ē'i lajjāra sbīkāra hatē haẏēchē! Mēẏēṭā kichutē'i ē'i biṣaẏaṭā mānatē pārachila nā.Sārārāta kēm̐dē kēm̐dē buka bhāsātō. Saba samaẏa mana khārāpa karē thākatō! . Mēẏēṭā nijēra madhyē pracura jēda tairi karalō!Pracura lēkhā-paṛā śuru karalō. Kāraṇa,tākē yē anēka baṛa hatē habē! Kintu bābā-mā jōra karē bidēśa phērata ēka chēlēra sāthēṯ mēẏēṭāra biẏē ṭhika karatē cā'ilō . Kintu mēẏēṭā yē kālō? . Kē'u ē'i mēẏēkē biẏē karabē nā! Tā'i,bābā-mā biẏēṭā ṭhika karalō! Kintu mēẏēṭā tāra bābā-mākē bhaẏa dēkhālō yē, biẏē dilē sē galāẏa dam̐ṛi dēbē! Mēẏēṭā balalō,sē yēdina nijēra pāẏē dām̐ṛābē ṭhika sēdina-i biẏē karabē! . Yē'i kathā sē'i kāja.Jībana yud'dhē nēmē gēla mēẏēṭi! . Nabama śrēṇitē paṛāśōnāra pāśāpāśi chōṭa chōṭa bāccādēra paṛiẏē nijēra lēkhā -paṛāra kharaca cālāta.Bāsā thēkē ṭākā cā'itō nā. Ēsa,ēsa si parīkṣāẏa bōrḍa sṭyānḍa karalō am̐japāṛā gām̐ẏēra ēkaṭā skula thēkē! Ērapara maphasbalēra kalēja thēkē ē'ica'ēsasi tē'ō bōrḍa sṭyānḍa! . Rājaśāhī biśbabidyālaẏa thēkē ā'ina niẏē paṛāśunā śēṣa karē ai kālō mēẏēṭā ēkhana hā'ikōrṭēra jaja! Mēẏēṭāra ka'dina āgē'i biẏē haẏēchē!Chēlē ēkajana ḍisi! . Yē chēlēṭā ai mēẏēra prōpōja phiriẏē diẏēchila sē ēkhana gārmēnṭasa' ē cākarī karē! Mulakathā: Jībanē jēda thākalē anēka um̐cutē uṭhā yāẏa. . Sabā'i tō sundarīdēra pēchanē'i chuṭē!Khōdāra sr̥ṣṭi saba'i samāna. Sādā-kālō āpēkṣika. . Nijēra bhētara pracura jēda tairi karuna. Yēkhānē hacaṭa khābēna, sēkhāna thēkē'i uṭhē dām̐ṛāna! . Jībanē jhaṛa āsabē'i. Byarthatā thākabē'i.Jībanē sabacēẏē bhālō jāẏagāẏa yētē cā'ilē jēda karatē śikhuna. Āpani āpanākē chāṛiẏē yāna. Āpanāra sāphalya niścita.