স্ত্রীর যে কোনো একটা দিক আপনার অপছন্দ! তাই বদলে ফেলার চিন্তা তাকে? স্বামী আপনার মনের মত না! আপনি তাকে ডিভোর্স দিতে উদগ্রিব?
ভুল করছেন আপনারা।
কোনো মানুষই ১০০% পারফেক্ট হয়ে জন্মায়না , পারফেক্ট করে নিতে হয়। যদি তাকে আপনার মনের মত গড়ে তুলতে না পারেন , এটা তার দূর্বলতা না , এটা আপনার ব্যর্থতা।
অধীকাংস সংসার ভাঙে স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন অসুন্দর থাকার কারনে । যদিও আল্লাহ্ প্রতিটি মানুষকে নিজের মতো করে সুন্দর ভাবে তৈরী করেছেন । হয়তো আমাদের দেখার মাঝে ভুল থাকে । কারো সুন্দর্যে কমতি থাকেনা । কমতি থাকে শুধু মানুষের মনে ।
কালো মেয়েটার মাঝেও মুগ্ধতা আছে , যদি খুঁজে নিতে পারেন । সুন্দর মেয়েটাই যে পারফেক্ট হবে , সে নিশ্চয়তা কতটুকু ? খেয়াল করে দেখুন , বেশির ভাগ সুন্দরী মেয়েই একাধীক বিয়ের অভিজ্ঞতা রাখে ।
কেনো ?
মেনেনিতে কিংবা মানিয়েনিতে না পারলে কি সুন্দর আর কি কালো ! দাম্পত্ত জীবন শুধু তাদের জন্য না । সমাজ থেকে পাঁচ জন দাঁড়িয়ে থেকে যাদের কে একে অপরের হাতে তুলে দিয়েছে ।
সম্পর্ক যদি হয় GF/BF. যে কোনো সময় হয়ত কেটে পড়া যায় । হয়ত এখানেও কেউ একজন কষ্ট পায় । তবে এই কষ্টের আঘাত ভিন্ন । আবেগ ফুরিয়ে গেলে কষ্টের দাগটাও মুছে যায় একদিন ।
আর স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হলে একটা পরিবার ভূক্তভোগী হয় । সমাজের কাছে ছোট হতে হয় তাদের । ছোট হতে হয় তার পরিবারের । নতুন করে আবার সংসার করার স্বপ্নটা তখন ম্লান দেখায় । আর এই ঘা টা শুকিয়ে গেলেও দাগটা মুছেনা কখনো ।
ভীক্ষা আর ডিভোর্স (তালাক) হচ্ছে সর্ব নিকৃষ্ট হালাল । তবে আল্লাহ্ (ভগবান) এ কাজগুলো করতে মানুষকে বারন করেছেন ।
ঘরের বউ,,
,,,,,,,,,,, নিজেদের পরিবর্তন করুন , একটু সহানুভূতি থাকলে কখনো কোন সংসার ভাঙ্বেন না কখনো ।,,,,,,,,,,,
আমরা যা কিছু করি , সবটাতেই ভালবাসা থাকতে হবে, এমনতো না । বিয়ে পূর্ববর্তী সম্পর্কের মূল ভিত্তি থাকে ভালবাসা । ভালোবাসা একটুও ঘারতি পড়লে সম্পর্কের ইতি ঘটে । কিন্তু দাম্পত্ত জীবনে ভালবাসার চেয়ে কর্তব্যটাই বেশি আপনার । এখানে ভালবাসাটাও কর্তব্যের মাঝে পড়ে । আর তা এড়িয়ে যাওয়াটা অমানবিক ।
ঘরের বউ
ঘরের বউ অন্য কারো সন্ধ্যান পেয়ে ঘরে এসে খারাপ ব্যবহার করবেন ! স্বামীকে ডিঙ্গিয়ে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে ঘর ভাঙ্গার চিন্তায় বিভোর থাকবেন! মনে রাখুন-এক আগুনে যে মাংস সেদ্ধ হয়না, হাজারবার জালালেও সে মাংস রাবার হয়েই থাকবে, মোম না।
ফিরে আসেন ভুল পথ থেকে । বাইরে মৌমাছি আছে কাটা আছে , সুখ নেই । ঘরে সুখের আবাদ করুন, চার দেয়ালের মাঝে ভালবাসার অভাব নেই । একটু খুজে নিন প্লিজ,,,,,,
Learn and learning
Lal
ভুল করছেন আপনারা।
কোনো মানুষই ১০০% পারফেক্ট হয়ে জন্মায়না , পারফেক্ট করে নিতে হয়। যদি তাকে আপনার মনের মত গড়ে তুলতে না পারেন , এটা তার দূর্বলতা না , এটা আপনার ব্যর্থতা।
অধীকাংস সংসার ভাঙে স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন অসুন্দর থাকার কারনে । যদিও আল্লাহ্ প্রতিটি মানুষকে নিজের মতো করে সুন্দর ভাবে তৈরী করেছেন । হয়তো আমাদের দেখার মাঝে ভুল থাকে । কারো সুন্দর্যে কমতি থাকেনা । কমতি থাকে শুধু মানুষের মনে ।
কালো মেয়েটার মাঝেও মুগ্ধতা আছে , যদি খুঁজে নিতে পারেন । সুন্দর মেয়েটাই যে পারফেক্ট হবে , সে নিশ্চয়তা কতটুকু ? খেয়াল করে দেখুন , বেশির ভাগ সুন্দরী মেয়েই একাধীক বিয়ের অভিজ্ঞতা রাখে ।
কেনো ?
মেনেনিতে কিংবা মানিয়েনিতে না পারলে কি সুন্দর আর কি কালো ! দাম্পত্ত জীবন শুধু তাদের জন্য না । সমাজ থেকে পাঁচ জন দাঁড়িয়ে থেকে যাদের কে একে অপরের হাতে তুলে দিয়েছে ।
সম্পর্ক যদি হয় GF/BF. যে কোনো সময় হয়ত কেটে পড়া যায় । হয়ত এখানেও কেউ একজন কষ্ট পায় । তবে এই কষ্টের আঘাত ভিন্ন । আবেগ ফুরিয়ে গেলে কষ্টের দাগটাও মুছে যায় একদিন ।
আর স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হলে একটা পরিবার ভূক্তভোগী হয় । সমাজের কাছে ছোট হতে হয় তাদের । ছোট হতে হয় তার পরিবারের । নতুন করে আবার সংসার করার স্বপ্নটা তখন ম্লান দেখায় । আর এই ঘা টা শুকিয়ে গেলেও দাগটা মুছেনা কখনো ।
ভীক্ষা আর ডিভোর্স (তালাক) হচ্ছে সর্ব নিকৃষ্ট হালাল । তবে আল্লাহ্ (ভগবান) এ কাজগুলো করতে মানুষকে বারন করেছেন ।
ঘরের বউ,,
,,,,,,,,,,, নিজেদের পরিবর্তন করুন , একটু সহানুভূতি থাকলে কখনো কোন সংসার ভাঙ্বেন না কখনো ।,,,,,,,,,,,
আমরা যা কিছু করি , সবটাতেই ভালবাসা থাকতে হবে, এমনতো না । বিয়ে পূর্ববর্তী সম্পর্কের মূল ভিত্তি থাকে ভালবাসা । ভালোবাসা একটুও ঘারতি পড়লে সম্পর্কের ইতি ঘটে । কিন্তু দাম্পত্ত জীবনে ভালবাসার চেয়ে কর্তব্যটাই বেশি আপনার । এখানে ভালবাসাটাও কর্তব্যের মাঝে পড়ে । আর তা এড়িয়ে যাওয়াটা অমানবিক ।
ঘরের বউ
ঘরের বউ অন্য কারো সন্ধ্যান পেয়ে ঘরে এসে খারাপ ব্যবহার করবেন ! স্বামীকে ডিঙ্গিয়ে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে ঘর ভাঙ্গার চিন্তায় বিভোর থাকবেন! মনে রাখুন-এক আগুনে যে মাংস সেদ্ধ হয়না, হাজারবার জালালেও সে মাংস রাবার হয়েই থাকবে, মোম না।
ফিরে আসেন ভুল পথ থেকে । বাইরে মৌমাছি আছে কাটা আছে , সুখ নেই । ঘরে সুখের আবাদ করুন, চার দেয়ালের মাঝে ভালবাসার অভাব নেই । একটু খুজে নিন প্লিজ,,,,,,
Learn and learning
Lal
0 Comments