আমার জীবনের কিছু মুহূর্ত , যা কখনোই ভোলা যায়না । আমার জীবনে ছোট ছোট কিছু কথা তুলে ধরবো ।
আমি যবে থেকে বুঝতে শিখেছি । বা মায়ের কোল থেকে নেমে একা খেলতে শিখেছি ।
এই ছোট ছোট কথাগুলো ভুলতে হয়তো হয়তো বহু বছর সময় লাগবে ।
যেমন,,,,
1-- মায়ের পেটে মুখ লাগিয়ে শব্দ করা । একদিন বাবা দেখতে পেলো , আমি মা এর পেটে মুখ লাগিয়ে শব্দ করছি । বাবা এসে আমাকে খাটের উপর আছাড় মারল । আজও এই কথা মনে পড়লে সত্যিই খুব হাসি পায় ।
2-- মাযের গায়ে পা তুলে দেওয়া । মায়ের গায়ে পা তুলে দিয়ে ঘুমাতাম । বাবা এসে জানতে পারলে খুব মারতো ।
3-- বড় জ্যাঠামশাই কাঁধে করে স্কুলে ভর্তি হও । সত্যি দিনগুলো খুব মজাদার ছিলো ।
4-- দাদারা বা দিদিরা যখন স্কুলে যেত , আমি ব্যাগ নিয়ে স্কুলের দিকে দৌড় দিতাম । মামাকে দৌড়ে গিয়ে ধরে আনতে ।
5-- জ্যাঠামশাই আমার স্কুলে ভর্তি করিয়ে দিলো , কিন্তু ঐ দিনটা ভালই কেটেছিল ভয়ে ভয়ে । কিন্তু পরের দিন ওই ভয়েতে আর স্কুলে যেতে চাইনি ।
6-- কেজি স্কুলে পড়তাম । প্রথম ক্লাস থেকে তৃতীয় ক্লাস পর্যন্ত পূর্ণিমা ম্যাডাম আমাদের নাচগান শিখাতো । আজ আমার 28 বছর বয়স । কিন্তু আজও কোন গান শুনলে বা ভিডিও দেখলে সবার প্রথমে পূর্ণিমা মেডামের কথা মনে পড়ে যায় ।
7-- ভুল না করে মাষ্টারমশাই এর কাছে মার খাওয়া । মনে পড়লে স্মৃতি গুলো খুব হাসায় । স্যার ছিলো মানব্রত ।
8-- স্কুলের দেওয়ালে মাষ্টারমশাই এর নাম লিখেছি , একটা মেয়ে মাষ্টারমশাই এর কাছে নালিশ করলো । আমি দেওয়ালে নাম লিখেছি চক দিয়ে । মাস্টারমশাই এসে কোন প্রশ্ন নয় । কেমন ভাবে মারলো আমাকে । আজও এই কথা মনে পড়লে সত্যিই খুব হাসি পায় । মাষ্টারমশাই এর নাম ছিলো তেঁতুল (tatul)
আজও স্মৃতি গুলো খুব হাসায় ।
এই ছিল আমার কাছে কিছু স্মরনীয় দিন ।
আমি যবে থেকে বুঝতে শিখেছি । বা মায়ের কোল থেকে নেমে একা খেলতে শিখেছি ।
এই ছোট ছোট কথাগুলো ভুলতে হয়তো হয়তো বহু বছর সময় লাগবে ।
যেমন,,,,
1-- মায়ের পেটে মুখ লাগিয়ে শব্দ করা । একদিন বাবা দেখতে পেলো , আমি মা এর পেটে মুখ লাগিয়ে শব্দ করছি । বাবা এসে আমাকে খাটের উপর আছাড় মারল । আজও এই কথা মনে পড়লে সত্যিই খুব হাসি পায় ।
2-- মাযের গায়ে পা তুলে দেওয়া । মায়ের গায়ে পা তুলে দিয়ে ঘুমাতাম । বাবা এসে জানতে পারলে খুব মারতো ।
3-- বড় জ্যাঠামশাই কাঁধে করে স্কুলে ভর্তি হও । সত্যি দিনগুলো খুব মজাদার ছিলো ।
4-- দাদারা বা দিদিরা যখন স্কুলে যেত , আমি ব্যাগ নিয়ে স্কুলের দিকে দৌড় দিতাম । মামাকে দৌড়ে গিয়ে ধরে আনতে ।
5-- জ্যাঠামশাই আমার স্কুলে ভর্তি করিয়ে দিলো , কিন্তু ঐ দিনটা ভালই কেটেছিল ভয়ে ভয়ে । কিন্তু পরের দিন ওই ভয়েতে আর স্কুলে যেতে চাইনি ।
6-- কেজি স্কুলে পড়তাম । প্রথম ক্লাস থেকে তৃতীয় ক্লাস পর্যন্ত পূর্ণিমা ম্যাডাম আমাদের নাচগান শিখাতো । আজ আমার 28 বছর বয়স । কিন্তু আজও কোন গান শুনলে বা ভিডিও দেখলে সবার প্রথমে পূর্ণিমা মেডামের কথা মনে পড়ে যায় ।
7-- ভুল না করে মাষ্টারমশাই এর কাছে মার খাওয়া । মনে পড়লে স্মৃতি গুলো খুব হাসায় । স্যার ছিলো মানব্রত ।
8-- স্কুলের দেওয়ালে মাষ্টারমশাই এর নাম লিখেছি , একটা মেয়ে মাষ্টারমশাই এর কাছে নালিশ করলো । আমি দেওয়ালে নাম লিখেছি চক দিয়ে । মাস্টারমশাই এসে কোন প্রশ্ন নয় । কেমন ভাবে মারলো আমাকে । আজও এই কথা মনে পড়লে সত্যিই খুব হাসি পায় । মাষ্টারমশাই এর নাম ছিলো তেঁতুল (tatul)
আজও স্মৃতি গুলো খুব হাসায় ।
এই ছিল আমার কাছে কিছু স্মরনীয় দিন ।
0 Comments